ঘোড়াশাল পৌরসভা ঢাকা হতে ৪০ কিঃমিঃ উত্তর পূর্ব ও নরসিংদী জেলা সদর থেকে মাত্র ১২ কিঃমিঃ উত্তর পশ্চিমে শীতলক্ষা নদীর পূর্ব তীরে পলাশ উপজেলায় অবস্থিত । এটি নরসিংদী জেলার পলাশ উপজেলার আওতাধীন ঘোড়াশাল ইউনিয়ন হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে ১৯৯৮ সালে ২০শে অক্টোবর পলাশ উপজেলার ঘোড়াশাল ইউনিয়ন (সম্পূর্ন) এবং চরসিন্দুর ইউনিয়নের আংশিক অংশ খানেপুর মৌজা নিয়ে ঘোড়াশাল পৌরসভা নামে ‘সি’ ক্যাটাগরীর একটি পৌরসভা গঠিত হয়। পরবর্তীতে ৫ই জুন, ২০০৪ সালে পৌরসভাটি ‘বি’ শ্রেণীতে উন্নীত হয়। এবং পরবর্তী একই বছর ২৯ ডিসেম্বর ২০০৪ সালে ঘোড়াশাল পৌরসভাটি ‘এ’ শ্রেণীতে উন্নীত হয়। প্রতিষ্ঠা পরবর্তীতে সীমানা সংক্রান্ত মামলা জনিত কারনে র্দীঘদিন (২০.১০.১৯৯৮-১১.০৬.২০১১) নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এ সময় কালে সময়ে সময়ে সরকার কর্তৃক নির্ধারিত সরকারী, বেসরকারী প্রশাসক এবং মন্ত্রণালয় কর্তৃক মনোনীত প্রশাসক সহায়তা কমিটির ১৬ জন সদস্য নিয়ে পৌরসভাটি পরিচালন করা হয়।
সীমানা সংক্রান্ত মামলা নিস্পত্তি সাপেক্ষে ২০১১ সালের ১২ই জুন প্রথম বারের মত ঘোড়াশাল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠান পরবর্তীতে গত ০৪.০৭.২০১১ তারিখে শপথ ও দায়িত্ব গ্রহনের মধ্য দিয়ে ১ম নির্বাচিত মেয়র মোঃ শরীফুল হক ঘোড়াশাল পৌরসভার পৌর পিতা হিসেবে তার দায়িত্ব ও সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন। এবং ২০১৬ সালের ২৫শে মে দ্বিতীয় বারের মত ঘোড়াশাল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠান পরবর্তীতে গত ১৬.০৬.২০১৬ তারিখে শপথ ও দায়িত্ব গ্রহনের মধ্য দিয়ে ২য় মেয়াদে নির্বাচিত মেয়র মোঃ শরীফুল হক ঘোড়াশাল পৌরসভার পৌর পিতা হিসেবে তার দায়িত্ব ও সার্বিক কার্যক্রম পরিচালনা করছেন। তাকে ৯ টি সাধারন ওয়ার্ড থেকে নির্বাচিত ৯ জন কাউন্সিলর এবং ৩টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের নির্বাচিত ৩ জন কাউন্সিলর পৌর কর্মকান্ডে সহায়তা করছেন।
পৌরসভাটি শীতলক্ষা নদীর তীরে অবস্থিত হওয়ায় ঘোড়াশাল পৌর এলাকাটি স্বাধীনতা পূর্ব থেকেই শিল্প সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিতি লাভ করে। ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, পলাশ ইউরিয়া সার কারখানা, ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা, বাংলাদেশ জুট মিলস্, জনতা জুট মিলস্, কো-অপারেটিভ জুট মিলস্, প্রাণ গ্রুপ ইন্ডাস্ট্রি, স্যামরি ডাইং ও পিএইচপি ইস্পাত ইত্যাদি শিল্প-কারখানার অবস্থান থাকায় সমৃদ্ধ নগরায়নের বিপুল সম্ভবনা আছে। এই সম্ভাবনার আলোকে ঘোড়াশাল পৌরসভা পরিকল্পিত ভাবে নগরায়ন ও পৌরসেবা সংক্রান্ত সুবিধাদি নিশ্চিত করন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।